পাত্রের একপাশ থেকে খাওয়া, মাঝখান থেকে না খাওয়া
এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর বাণী হলঃ খাও তোমার সামনে থেকে। (বুখারী ও মুসলিম)
৭৪৪. ইবনুল আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ বরকত খাবারের মধ্যস্থলে অবতীর্ণ হয়। কাজেই খাদ্যের যে কোন একপাশ থেকে খাও, মধ্যস্থল থেকে খেয়ো না।
ইমাম আবু দাঊদ ও ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন, এটি হাসান ও সহীহ হাদীস।
৭৪৫. আবদুল্লাহ ইবনে বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা)-এর একটি (বড় ও ভারী) পাত্র ছিল। সেটিকে ‘গাররা’ বলা হত। তাকে বহন করার জন্য চারজন লোকের প্রয়োজন হত। যখন চাশতের সময় হত এবং লোকজন চাশতের নামায সমাপন করত, তখন উক্ত পাত্র আনা হত। তাতে ‘ছারিদ’ তৈরি করা হত। লোকজন পাত্রের চারপাশে বসে যেত। লোকসংখ্যা যখন বেড়ে যেত, রাসূলুল্লাহ (সা) তখন দু’জানু হয়ে বসতেন। একবার এক বেদুঈন বলল, এ আবার কেমন বসা? রাসূলুল্লাহ (সা) বলেনঃ দেখ, আল্লাহ আমাকে বিনয়ী বান্দা বানিয়েছেন। আমাকে উদ্ধত ও সত্যের সীমালংঘনকারী বানাননি। তিনি আরো বললেনঃ তোমরা পাত্রের চারপাশ থেকে খাও, মধ্যের উঁচু স্থান থেকে খেয়ো না। কারণ তাতেই বরকত নাযিল হয়।
ইমাম আবু দাঊদ এটি সহীহ সনদে রিওয়ায়াত করেছেন।