নিদ্রা যাবার পূর্বে ও নিদ্রা হতে উঠের পর যে দু’আ পাঠ করতে হবে

ঘুমের আগে ও ঘুম থেকে জাগার পর যে দু’আ পড়তে হয়

১৪৪৭. হযরত হুযাইফা ও আবু যার (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেনঃ রাসূলুল্লাহ (সা) যখনই বিছানায় শয়ন করতে যেতেন তখনই বলতেনঃ “বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া ” -হে আল্লাহ! আমি আপনার নামে জাগি ও আপনার নামে মরি।” আর যখন জেগে উঠতেন তখন বলতেনঃ “আলহামদু লিল্লা- হিল্লাযী আহইয়ানা বা’ দা মা- আমা- তানা ওয়া ইলাইহিন নুশূর।” -সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবন দান করেছেন এবং তাঁরই দিকে আবার ফিরে যেতে হবে।”  (বুখারী)


 

Was this article helpful?

Related Articles