নিকটাত্মীয়, পরিবার, সন্তান-সন্ততির উপর খরচ করা ও সদাকাহ করার মর্যাদা যদিও তারা মুশরিক হয়।

৫৮২. আনাস বিন মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, মাদীনার আনসারীগণের মধ্যে আবু তালহা [রাদি.] সবচাইতে বেশী খেজুর বাগানের মালিক ছিলেন। মাসজিদে নাববীর নিকটবর্তী বায়রুহা নামক বাগানটি তাহাঁর কাছে অধিক প্রিয় ছিল। আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর বাগানে প্রবেশ করে এর সুপেয় পানি পান করিতেন। আনাস [রাদি.] বলেন, যখন এ আয়াত অবতীর্ণ হলোঃ

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

“তোমরা যা ভালবাস তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না”- [আল ইমরানঃ ৯২] তখন আবু তালহা [রাদি.] আল্লাহর রসূল [সাঃআঃ]-এর কাছে গিয়ে বলিলেন, হে আল্লাহর রসূল ! আল্লাহ বলেছেনঃ

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

“তোমরা যা ভালবাস তা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না”- [আলু ইমরানঃ ৯২] আর বায়রুহা বাগানটি আমার কাছে অধিক প্রিয়। এটি আল্লাহর নামে সদাকাহ করা হলো, আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য সঞ্চয়রূপে থাকিবে। কাজেই আপনি যাকে দান করা ভাল মনে করেন তাকে দান করুন। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ তোমাকে ধন্যবাদ, এ হচ্ছে লাভজনক সম্পদ, এ হচ্ছে লাভজনক সম্পদ। তুমি যা বলেছ তা শুনলাম। আমি মনে করি, তোমার আপন জনদের মধ্যে তা বণ্টন করে দাও। আবু তালহা [রাদি.] বলিলেন, হে আল্লাহর রসূল ! আমি তাই করব। অতঃপর তিনি তাহাঁর আত্মীয়-স্বজন, আপন চাচার বংশধরের মধ্যে তা বণ্টন করে দিলেন। রাবী রাওহ [রহমাতুল্লাহি আলাইহি] . . . . . শব্দে আবদুল্লাহ ইবনি ইউসুফ [রহমাতুল্লাহি আলাইহি]-এর অনুসরণ করিয়াছেন। আর রাবী ইয়াহইয়া ইবনি ইয়াহইয়া [রহমাতুল্লাহি আলাইহি] ও ইসমাঈল [রহমাতুল্লাহি আলাইহি] মালিক [রহমাতুল্লাহি আলাইহি] হইতে .. . . . শব্দ বলেছেন।

[বোখারী পর্ব ২৪ : /৪৪ হাঃ ১৪৬১, মুসলিম ১২/১৪, হাঃ ৯৯৮] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৮৩. ইবনি আব্বাস [রাদি.]-এর আযাদকৃত গোলাম কুরায়ব হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ]-এর স্ত্রী মায়মূনাহ [রাদি.] হইতে বর্ণিত। তিনি তার এক বাঁদীকে মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] তখন তাকে বলিলেন, তুমি যদি একে তোমার মামাদের কাউকে দিয়ে দিতে তবে তোমার অধিক পুণ্য হত।

[বোখারী পর্ব ৫১ : /১৬ হাঃ ২৫৯৪, মুসলিম ১২/১৪ হাঃ ৯৯৯] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

৫৮৪. আবদুল্লাহ [ইবনি মাসউদ] [রাদি.]-এর স্ত্রী যায়নাব [রাদি.] হইতে বর্ণিতঃ

{রাবী আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন,} আমি ইবরাহীম [রহমাতুল্লাহি আলাইহি]-এর সাথে এ হাদীসের আলোচনা করলে তিনি আবু উবায়দাহ সূত্রে আমর ইবনি হারিস [রাদি.]-এর মাধ্যমে আবদুল্লাহ [রাদি.]-এর স্ত্রী যায়নাব [রাদি.] হইতে হুবহু বর্ণনা করেন। তিনি {যায়নাব [রাদি.]} বলেন, আমি মাসজিদে ছিলাম। তখন নাবী [সাঃআঃ]-কে দেখলাম তিনি বলছেনঃ তোমরা সদাকাহ দাও যদিও তোমাদের অলংকার হইতে হয়। যায়নাব [রাদি.] আবদুল্লাহ [রাদি.] ও তাহাঁর পোষ্য ইয়াতীমের প্রতি খরচ করিতেন। তখন তিনি আবদুল্লাহকে বলিলেন, তুমি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর নিকট জেনে এসো যে, তোমার প্রতি এবং আমার পোষ্য ইয়াতীমদের প্রতি খরচ করলে আমার পক্ষ হইতে সদাকাহ আদায় হইবে কি? তিনি {ইবনি মাসউদ [রাদি.]} বলিলেন, বরং তুমিই আল্লাহর রসূল [সাঃআঃ]-এর কাছে জেনে এসো। এরপর আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-এর নিকট গেলাম। তাহাঁর দরজায় আরো একজন আনসারী মহিলাকে দেখলাম, তার প্রয়োজনও আমার প্রয়োজনের অনুরূপ। তখন বিলাল [রাদি.]-কে আমাদের পাশ দিয়ে যেতে দেখে বললাম, আপনি নাবী [সাঃআঃ]-এর কাছে জিজ্ঞেস করুন, স্বামী ও আপন [পোষ্য] ইয়াতীমের প্রতি সদাকাহ করলে কি আমার পক্ষ হইতে তা যথেষ্ট হইবে? এবং এ কথাও বলেছিলাম যে, আমাদের কথা জানাবেন না। তিনি প্রবেশ করে তাঁকে জিজ্ঞেস করিলেন। আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ তারা কে? বিলাল [রাদি.] বলিলেন, যায়নাব। তিনি আবার জিজ্ঞেস করিলেন, কোন্ যায়নাব? তিনি উত্তর দিলেন, আবদুল্লাহর স্ত্রী। নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তার জন্য দুটি সওয়াব* রয়েছে, আত্মীয়কে দেয়ার সওয়াব আর সদাকাহ দেয়ার সওয়াব

[বোখারী পর্ব ২৪ : /৪৮ হাঃ ১৪৬৬, মুসলিম ১২/১৪, হাঃ ১০০০] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৮৫. উম্মু সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহ্‌র রসূল ! আবু সালামাহর সন্তানদের জন্য ব্যয় করলে তাতে আমার কোন সওয়াব হইবে কি? আমি তাহাদের এ [অভাবী] অবস্থায় ত্যাগ করিতে পারি না। তারা তো আমারই সন্তান। তিনি বললেনঃ হাঁ, তাহাদের জন্য খরচ করলে তুমি সওয়াব পাবে

[বোখারী পর্ব ৬৯ : /১৪ হাঃ ৫৩৬৯, মুসলিম ১২/১৪ হাঃ ১০০১] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৮৬. আবু মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ

রাবী বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলামঃ এ কি নাবী [সাঃআঃ] থেকে? তিনি বলিলেন, [হাঁ] নাবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ সওয়াবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, তা তার সদাকাহ্য় পরিগণিত হয়।

[বোখারী পর্ব ৬৯ : /১ হাঃ ৫৩৫১, মুসলিম ১২/১৪ হাঃ ১০০২] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৫৮৭. আসমা বিনতে আবু বকর [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর যুগে আমার আম্মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট ফাতওয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট, এমতাবস্থায় আমি কি তার সঙ্গে সদাচরণ করব? তিনি বলিলেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ কর।

[বোখারী পর্ব ৫১ : /২৯ হাঃ ২৬২০, মুসলিম ১২/১৪ হাঃ ১০০৩] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles