নারী-পুরুষ সবার চুলে কাল খেযাব বা কলপ ব্যবহার করা নিষেধ
১৬৩৮. হযরত জাবের (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন, মক্কা বিজয়ের দিন হযরত আবু বকর সিদ্দীক (রা) -এর পিতা আবু কুহাফকে নবী করীম (স) -এর কাছে উপস্থিত করা হল। তাঁর দাড়ি ও মাথার চুল ‘সাগামা’ নামক ঘাসের মতো সাদা ছিল। রাসূলুল্লাহ (স) বলেছেন, “চুলের এ র্বণ কিছু দিয়ে পরির্বতন কর। তবে কালো করা হতে বিরত থাক।” (মুসলিম)