১০৬২. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] মানৎ করিতে নিষেধ করিয়াছেন। এ মর্মে তিনি বলেন, মানৎ কোন জিনিসকে দূর করিতে পারে না। এ দ্বারা শুধুমাত্র কৃপণের মাল খরচ হয়।
[বোখারী পর্ব ৮২ অধ্যায় ৬ হাদীস নং ৬৬০৮; মুসলিম ২৬/২, হাঃ ১৬৩৯] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১০৬৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] বলেছেনঃ মানৎ মানুষকে এমন বস্তু এনে দিতে পারে না, যা তার তকদীরে নির্ধারিত করা হয়নি, বরং মানৎটি তাকদীরের মাঝেই ঢেলে দেয়া হয় যা তার জন্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং এর মাধ্যমে আল্লাহ্ তাআলা কৃপণের নিকট হইতে মাল বের করে নিয়ে আসেন। আর তাকে এমন কিছু দিয়ে থাকেন যা পূর্বে তাকে দেয়া হয়নি।
[বোখারী পর্ব ৮৩ অধ্যায় ২৬ হাদীস নং ৬৬৯৪] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস