নামাযরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ

১৭৬০. আবুল জুহাইম আবদুল্লাহ ইবনে হারিস ইবনে সিম্মাহ আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, নামাযের সামনে দিয়ে যাতায়াতকারী যদি জানত এতে কি পরিমান পাপ হয়; তবে সে নামাযীর সামনে দিয়ে যাওয়ার চাইতে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে কল্যাণকর মনে করত। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (স) কি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছরের কথা বলেছেন তা আমার স্মরণ নেই। ( বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles