১৭৫৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, মানুষের কি হল যে তারা নামাযের মধ্যে আকাশের দিকে দৃষ্টিপাত করে? হযরত আনাস (রা) বলেন, তিনি এ ব্যাপারে আরো কঠোরভাবে কথাটি বললেন। এমনকি তিনি বলেন, “লোকেরা যেন অবশ্যই এরূপ কাজ হতে বিরত থাকে। অন্যথায় তাদের দৃষ্টি শক্তি ছিনিয়ে নেয়া হতে পারে।”( বুখারী )