নাবী (ﷺ)-এর উযূ প্রসঙ্গে।

১৩৬. আমর ইবনি আবু হাসান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

আমর ইবনি আবু হাসান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিত, তিনি আবদুল্লাহ্ ইবনি যায়দ [রাদি.]-কে নাবী [সাঃআঃ]-এর উযূ সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনালেন এবং তাঁদের [দেখাবার] জন্য নাবী [সাঃআঃ]-এর মত উযূ করিলেন। তিনি পাত্র থেকে দুহাতে পানি ঢাললেন। তা দিয়ে হাত দুটি তিনবার ধুলেন। অতঃপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তিন খাবল পানি নিয়ে কুলি করিলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। তারপর আবার হাত ঢুকালেন। তিনবার তাহাঁর মুখমণ্ডল ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে [পানি নিয়ে] দু হাত কনুই পর্যন্ত দুবার ধুলেন। তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পেছনে একবার মাত্র মাথা মাসহ করিলেন। তারপর দু পা টাখনু পর্যন্ত ধুলেন।

[বোখারী পর্ব ৪ : /৩৯ হাঃ ১৮৬, মুসলিম ২/৭ হাঃ ২৩৫] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles