নাবী (সাঃ) বার্ধক্যের বর্ণনা।

১৫১০. মুহাম্মাদ ইবনি সীরীন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আনাস [রাদি.]-কে জিজ্ঞেস করলাম যে, নাবী [সাঃআঃ] কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেনঃ বার্ধক্য তাঁকে অতি সামান্যই পেয়েছিল।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৬ হাদীস নং ৫৮৯৪; মুসলিম ৪৩/২৯ হাঃ ২৩৩৮]


১৫১১. আবু জুহাইসলামিক ফাউন্ডেশনহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে দেখেছি আর তাহাঁর নীচ ঠোঁটের নিম্নভাগে দাড়িতে সামান্য সাদা চুল দেখেছি।

[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৪৫; মুসলিম ৪৩/২৯ হাঃ ২৩৪২]


১৫১২. আবু জুহাইসলামিক ফাউন্ডেশনহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ]-কে দেখেছি। হাসান ইবনি আলী [রাদি.] ছিলেন তাহাঁরই সদৃশ।

[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৩ হাদীস নং ৩৫৪৪; মুসলিম ৪৩/২৯ হাঃ২৩৪২] ফাযায়েল -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস ৪৩/৩০. নাবী [সাঃআঃ]-এর নবুয়াতের মোহর, তার বর্ণনা এবং তা শরীরের কোন্ স্থানে ছিল তার প্রমাণ।


১৫১৩. সায়িব ইবনি ইয়াযীদ [রাদি.] হইতে বর্ণিতঃ

আমার খালা আমাকে নিয়ে নাবী [সাঃআঃ]-এর নিকট উপস্থিত হয়ে বললেনঃ হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আমার ভাগিনা অসুস্থ। আল্লাহর রসূল [সাঃআঃ] আমার মাথায় হাত বুলালেন এবং বরকতের দুআ করিলেন। অতঃপর উযূ করিলেন। আমি তাহাঁর উযুর [অবশিষ্ট] পানি পান করলাম। তারপর তাহাঁর পিছনে দাঁড়ালাম। তখন আমি তাহাঁর উভয় কাঁধের মধ্যস্থলে নুবূওয়াতের মোহর দেখিতে পেলাম। তা ছিল পর্দার ঘুণ্টির মত।

[বোখারী পর্ব ৪ অধ্যায় ৪০ হাদীস নং ১৯০; মুসলিম ৪৩/৩০, হাঃ ২৩৪৫]

Was this article helpful?

Related Articles