১৫১৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নাবী [সাঃআঃ] নিজে কোন কাজ করিলেন এবং অন্যদের তা করার অনুমতি দিলেন। তথাপি একদল লোক তা থেকে বিরত রইল। এ খবর নাবী [সাঃআঃ]-এর নিকট পৌঁছলে তিনি ভাষণ দিলেন এবং আল্লাহ্র প্রশংসার পর বললেনঃ কিছু লোকের কী হয়েছে, তারা এমন কাজ থেকে বিরত থাকতে চায়, যা আমি নিজে করছি। আল্লাহ্র কসম! আমি আল্লাহ্র সম্পর্কে তাহাদের চেয়ে অধিক জ্ঞাত এবং আমি তাঁকে তাহাদের চেয়ে অনেক অধিক ভয় করি।
[বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৭২ হাদীস নং ৬১০১; মুসলিম ৪৩/৩৫, হাঃ ২৩৫৬]