১৫০৮. ক্বাতাদাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.]-কে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল মধ্যম ধরনের ছিল- না একেবারে সোজা লম্বা, না অতি কোঁকড়ান। আর তা ছিল দুকান ও দুকাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত।
[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৮ হাদীস নং ৫৯০৫; মুসলিম ৪৩/২৬ হাঃ২৩৩৮]
১৫০৯. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ]-এর মাথার চুল [কখনও কখনও] কাঁধ পর্যন্ত লম্বা হতো।
[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৬৮ হাদীস নং ৫৯০৩ ; মুসলিম ৪৩/২৬, হাঃ ২৩৩৮]