১৫০৪. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, উম্মু সুলায়ম [রাদি.] নাবী [সাঃআঃ]-এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই ঐ চামড়ার বিছানার উপর কায়লুলা করিতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তাহাঁর শরীরের কিছুটা ঘাম ও চুল সংগ্রহ করিতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে সুক্ক নামীয় সুগন্ধির মধ্যে মিশাতেন।
রাবী বর্ণনা করেন যে, আনাস ইবনি মালিক-এর ওফাতের সময় ঘনিয়ে আসলে, তিনি আমাকে অসিয়ত করলেনঃ যেন ঐ সুক্ক থেকে কিছুটা তাহাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়। সুতরাং তা তাহাঁর সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল।
[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ৪১ হাদীস নং ৬২৮১]