৩২৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
একবার নাবী [সাঃআঃ] একটি নক্শা করা চাদর পরে সলাত আদায় করিলেন। সলাতের পরে তিনি বললেনঃ এ চাদরের কারুকার্য আমার মনকে নিবিষ্ট করে রেখেছিল। এটি আবু জাহমের নিকট নিয়ে যাও এবং এর পরিবর্তে একটি আম্বজানিয়্যাহ [নকশাবিহীন মোটা কাপড়] নিয়ে এসো।
[বোখারী পর্ব ১০: /৯৩ হাঃ ৭৫২, মুসলিম ৫/১৫, হাঃ ৫৫৬] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস