দাস-দাসীর স্বাধীন করার গুরুত্ব

মহান আল্লাহ্‌ ইরশাদ করেছেন, “সে ব্যক্তি দ্বীনের উপত্যকার মধ্য দিয়ে বের হলো। আর তুমি কি জান, উপত্যকা কি? কোন ঘাড়কে দাসত্ব মুক্ত করা।

(সূরা বালাদঃ ১১)

১৩৫৯. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বললেন, যে ব্যক্তি নিজের মুসলিম দাসকে স্বাধীন করে দেবে, আল্লাহ্‌ সেই বান্দার প্রতিটি অঙ্গের বিনিময়ে তার মালিকের অঙ্গসমূহকে দোযখের আগুন থেকে মুক্ত করে দিবেন, এমনকি বান্দার লজ্জস্থানের বদলে তার মালিকের লজ্জাস্থানকেও।
(বুখারী ও মুসলিম)


১৩৬০. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌! কোন কর্মটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, “আল্লাহ্‌র প্রতি ঈমান স্থাপন করা ও আল্লাহ্‌র রাস্তায় জেহাদ করা।” আবু যর (রা) বলেন, আমি (আবার) জিজ্ঞেস করলাম, কোন দাস স্বাধীন করা সবচেয়ে উত্তম? তিনি বললেন, যে দাস তার মালিকের অত্যধিক প্রিয় এবং যার মুল্যও সবচেয়ে বেশি।
(বুখারী ও মুসলিম)

Was this article helpful?

Related Articles