দাবাগতের মাধ্যমে মৃত জন্তুর চামড়া পবিত্রকরণ

২০৫. ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, মায়মূনা (রাযি.) কর্তৃক আযাদকৃত জনৈকা দাসীকে সাদাকাস্বরূপ প্রদত্ত একটি বকরীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এর চামড়া দিয়ে উপকৃত হও না কেন? তারা বললেনঃ এটা তো মৃত। তিনি বললেন, এটা কেবল ভক্ষণ হারাম করা হয়েছে।

সহীহুল বুখারী, পর্ব ২৪; যাকাত, অধ্যায় ৬১, হাঃ ১৪৯২; মুসলিম, পর্ব ৩; হায়য, অধ্যায় ২৪, হাঃ ৩৬৩

 

Was this article helpful?

Related Articles