১১৪৫. হযরত আবু কাতাদাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন যেন দু’ রাকা’আত (তাহিয়্যাতুল মসজিদ) নামায না পড়ে না বসে। (মুসলিম)
১১৪৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী করীম (সা)-এর নিকট এলাম। তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেনঃ দু’ রাকা’আত নামায পড়ে নাও। (মুসলিম)