১১৬৫. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] তায়িফ অবরোধ করিলেন। কিন্তু তাহাদের নিকট হইতে কিছুই হাসিল করিতে পারেননি। তাই তিনি বলিলেন, ইনশাআল্লাহ আমরা [অবরোধ উঠিয়ে মাদীনাহ্র দিকে] ফিরে যাব। কথাটি সাহাবীদের মনে ভারী লাগল। তাঁরা বলিলেন, আমরা চলে যাব, তায়িফ বিজয় করব না? বর্ণনাকারী একবার কাফিলুন শব্দের স্থলে নাকফুলো [অর্থাৎ আমরা যুদ্ধবিহীন ফিরে যাব] বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, তাহলে সকালে গিয়ে লড়াই কর। তাঁরা [পরদিন] সকালে লড়াই করিতে গেলেন, এতে তাঁদের অনেকেই আহত হলেন। এরপর রাসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, ইনশাআল্লাহ আমরা আগামীকাল ফিরে চলে যাব। তখন সহাবাদের কাছে কথাটি মনঃপূত হল। এতে নাবী [সাঃআঃ] হাসলেন।
বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৫৬ হাদীস নং ৪৩২৫; মুসলিম ৩২/২৯, হাঃ ১৭৭৮