আবদুল্লাহ্ ইব্নু `উমার [রাঃআঃ] হতে বর্ণিতঃ
`আবদুল্লাহ্ ইব্নু `উমার [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম]-কে দেখেছি, তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এবং যখন তিনি রুকূ`র জন্য তাক্বীর বলিতে ন তখনও এরূপ করিতেন। আবার যখন রুকূ` হতে মাথা উঠাতেন তখনও এরূপ করিতেন এবং [আরবি] বলিতে ন। তবে সাজদাহ্র সময় এরূপ করিতেন না।
আল লুলু ওয়াল মারজানঃ ২১৭ – হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ১০ : /৮৪ হাদিছ ৭৩৬, মুসলিম হাদিছ]
আবূ কিলাবাহ [রাঃআঃ] হতে বর্ণিতঃ
আবূ কিলাবাহ [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি মালিক ইব্নু হুওয়ায়রিস [রাঃআঃ]-কে দেখেছেন, তিনি যখন নামাজ আদায় করিতেন তখন তাক্বীর বলিতে ন এবং তাহাঁর দু` হাত উঠাতেন। আর যখন রুকূ` করার ইচ্ছে করিতেন তখনও তাহাঁর উভয় হাত উঠাতেন, আবার যখন রুকূ` হতে মাথা উঠাতেন তখনও তাহাঁর উভয় হাত উঠাতেন এবং তিনি বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] এরূপ করিয়াছেন।*
আল লুলু ওয়াল মারজানঃ ২১৮ – হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ বুখারী : পর্ব ১০ : /৮৪ হাদিছ ৭৩৭, মুসলিম ৪/৯ হাদিছ ৩৯১]