৫১৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] যখন আকাশে মেঘ দেখিতেন, তখন একবার সামনে আগাতেন, আবার পেছনে সরে যেতেন। আবার কখনও ঘরে প্রবেশ করিতেন, আবার বেরিয়ে যেতেন আর তাহাঁর মুখমণ্ডল মলিন হয়ে যেত। পরে যখন আকাশ বৃষ্টি বর্ষণ করত তখন তাহাঁর এ অবস্থা দূর হত। আয়েশা [রাদি.]-এর কারণ জানতে চাইলে নাবী [সাঃআঃ] বলেন, আমি জানি না, এ মেঘ এমন মেঘও হইতে পারে যা দেখে আদ জাতি বলেছিলঃ অতঃপর যখন তারা তাহাদের উপত্যকার দিকে উক্ত মেঘমালাকে এগোতে দেখল। [আল আহকাফ [৪৬]: ২৪]
[বোখারী পর্ব ৫৯ : /৫ হাঃ ৩২০৬, মুসলিম ৯/৩ হাঃ ৮৯৯] পানি প্রার্থনার সলাত-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস