১৭২৮. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) উম্মুল মুসাইয়াবের কাছে গিয়ে বললেন, হে উম্মুল মুসাইয়াব অথবা হে উম্মল মুসাইয়ার! তোমার কি হয়েছে? তুমি কাঁপছ কেন? সে বলল জ্বর হয়েছে তাই। আল্লাহ যেন তাকে সৌভাগ্য না দেন। তিনি বলেন, “জ্বরকে গালি দিবে না। কেননা জ্বর আদম সন্তানের পাপসমূহ দূর করে দেয় যেমন কামারের হাপর লোহার ময়লা দূর করে দেয়।” ( মুসলিম)