জুমুয়ার দিন ইমামের খুত্‌বা শ্রবণের সময় হাঁটুর সাথে পেট একাকার করে বসা মাকরূহ

জুমুআর দিন ইমামের খুতবার সময় হাঁটুর সাথে পেট মিলিয়ে বসা মাকরূহ। কেননা এভাবে বসলে ঘুম আসে, ফলে খুতবার প্রতি খেয়াল থাকে না এবং ওযূ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। 

১৭০৭. হযরত মুয়ায ইবনে আসান আল-জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (স) খুতবার সময় পেটের সাথে দুই হাঁটু মিলিয়ে বসতে নিষেধ করছেন। ( আবু দাউদ ও তিরমিযী )


 

Was this article helpful?

Related Articles