জাফরান দ্বারা রং করা কাপড় পুরুষদের জন্য হারাম
১৮০০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (স) পুরুষদেরকে জা’ফরান দ্বারা রং করা পোষাক পরিধান নিষেধ করেছেন। ( বুখারী ও মুসলিম)
১৮০১. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (স) আমার পরনে জাফরান (হলুদ বর্ণের) এর দু’খানা বস্ত্র দেখে জিজ্ঞেস করেন, তোমার আম্মা কি তোমাকে এসব পরতে বলেছে? আমি বললাম, আমি বস্ত্র দু’খানা ধুয়ে ফেলব? তিনি বলেন, বরং জ্বালিয়ে ফেল।
অপর বর্ণনায় রয়েছে, তিনি বলেন, এসব কাফেরদের পোশাক। সুতরাং এসব পোষাক পরবে না। ( মুসলিম)