চুল ছাঁটার উপর মাথা মুণ্ডন করাকে প্রাধান্য দেয়া এবং চুল ছাঁটার বৈধতা প্রসঙ্গে।

৮১৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] হাজ্জের সময় তাহাঁর মাথা কামিয়েছিলেন।

[বোখারী পর্ব ২৫/১২৭ হাঃ ১৭২৬, মুসলিম পর্ব ১৫/৫৫, হাঃ ১৩০৪] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৮১৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ

اللهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ

হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের প্রতি রহম করুন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রসূল ! যারা মাথার চুল ছোট করেছে তাহাদের প্রতিও। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের প্রতি রহম করুন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রসূল ! যারা চুল ছোট করেছে তাহাদের প্রতিও। এবার আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ যারা চুল ছোট করেছে তাহাদের প্রতিও

। [বোখারী পর্ব ২৫/১২৭ হাঃ ১৭২৭, মুসলিম পর্ব ১৫/৫৫, হাঃ ১৩০২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৮২০. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, একদিন আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ

اللهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ

হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের ক্ষমা করুন। সাহাবীগণ বলিলেন, যারা মাথার চুল ছোট করেছে তাহাদের প্রতিও। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা প্রদর্শন করুন। সাহাবীগণ বলিলেন, যারা চুল ছোট করেছে তাহাদের প্রতিও। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] কথাটি তিনবার বলিলেন। অতঃপর আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ যারা চুল ছোট করেছে তাহাদের প্রতিও।

[বোখারী পর্ব ২৫/১২৭ হাঃ ১৭২৮, মুসলিম পর্ব ১৫/৫৫, হাঃ ১৩০২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles