চাঁদ দেখে যে দোয়া পাঠ করতে হবে

১২২৯. হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেনঃ “আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমা-নি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু হিলা-লু রুশদিন ওয়া খাইরিন। অর্থঃ হে আল্লাহ! এ চাঁদকে আমাদের ওপর উদিত করুন নিরাপত্তা, শান্তি, ঈমান ও ইসলামের সাথে। (হে চাঁদ) তোমার ও আমার প্রভু একমাত্র আল্লাহ। (হে আল্লাহ!) এ চাঁদ যেন সঠিক পথের ও কল্যাণের চাঁদ হয়।” (তিরমিযী) ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।


 

Was this article helpful?

Related Articles