১২২৯. হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেনঃ “আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমা-নি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু হিলা-লু রুশদিন ওয়া খাইরিন। অর্থঃ হে আল্লাহ! এ চাঁদকে আমাদের ওপর উদিত করুন নিরাপত্তা, শান্তি, ঈমান ও ইসলামের সাথে। (হে চাঁদ) তোমার ও আমার প্রভু একমাত্র আল্লাহ। (হে আল্লাহ!) এ চাঁদ যেন সঠিক পথের ও কল্যাণের চাঁদ হয়।” (তিরমিযী) ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।