১৭৮৪. আবদুল্লাহ ইবনি মাসঊদ [রাদি.] থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ]-এর যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। তখন নাবী [সাঃআঃ] বললেন, তোমরা সাক্ষী থাক।
[বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৬; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০০], এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৭৮৫. আনাস [ইবনি মালিক] [রাদি.] থেকে বর্ণিতঃ
মাক্কাহবাসী কাফিররা আল্লাহর রাসূল [সাঃআঃ]-এর নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন।
[বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৭; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০২]. এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৭৮৬. ইবনি আব্বাস [রাদি.] থেকে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ]-এর যুগে চাঁদ দুখণ্ড হয়েছিল।
[বুখারী পর্ব ৬১ অধ্যায় ২৭ হাদীস নং ৩৬৩৮; মুসলিম ৫০ অধ্যায় ৮ হাঃ ২৮০৩], এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস