১২৬৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ.
রাসূলুল্লাহ [সাঃআঃ] খাইবারের যুদ্ধের দিন [গৃহপালিত] গাধার গোশত খেতে নিষেধ করিয়াছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন।
[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২১৯; মুসলিম ৩৪/৬, হাঃ ১৯৪১] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৭০. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর আমালে আমরা একটি ঘোড়া [নাহর] যব্হ্ করেছি। পরে আমরা সেটি খেয়েছি।
[বোখারী পর্ব ৭২ অধ্যায় ২৪ হাদীস নং ৫৫১১; মুসলিম ৩৪/৬, হাঃ ১৯৪২] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস