গৃহে জ্বলন্ত আগুন বা প্রদীপ জ্বালিয়ে রেখে নিদ্রা যাওয়া নিষেধ

১৬৫৪. হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, ঘুমানোর সময় তোমরা ঘরে আগুন জ্বালিয়ে রেখ না। (বুখারী ও মুসলিম)


১৬৫৫. হযরত আবু মুসা আশয়ারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, এক রাতে মদীনায় একটি গৃহে আগুন লেগে পুড়ে গেল। ঘটনাটি রাসূলুল্লাহ (স) -এর কাছ বলা হলে তিনি বললেন, আগুন তোমাদের শত্রু। তাই যখন নিদ্রা যাবে তা নিভিয়ে ফেলবে। (বুখারী ও মুসলিম)


১৬৫৬. হযরত জাবের (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, রাতে শোবার পূর্বে পাত্র ঢেলে রেখ, মশকের মুখ বেঁধে রেখ, গৃহের দরজা বন্ধ রেখ এবং বাতি নিভিয়ে দাও। কেননা শয়তান বন্ধ মশকের মুখ ও বন্ধ দরজাও খোলে না; ঢেলে রাখা পাত্রের ঢাকনাও উঠায় না। তোমাদের কেউ যদি পাত্র ঢাকার কিছু না পায় তবে অন্তত বিস্‌মিল্লাহ পড়ে পাত্রের উপর একখন্ড কাঠ রেখে দেবে। কেননা অনেক সময় ইঁদুর গৃহে আগুন লাগিয়ে দেয়। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles