১২৬২. আলী ইবনি আবু ত্বলিব [রাদি.] হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] খাইবার যুদ্ধের দিন মহিলাদের মুতআহ [নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে] করা থেকে এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করিয়াছেন।
[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২১৬; মুসলিম ৩৪/৪, হাঃ ১৪০৭] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৩. আবু সালাবা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] গৃহপালিত গাধার গোশ্ত খাওয়া হারাম করিয়াছেন।
[বোখারী পর্ব ৭২ অধ্যায় ২৮ হাদীস নং ৫৫২৭; মুসলিম ৩৪/৫, হাঃ ১৯৩২] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] খাইবার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করিয়াছেন
[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২১৭; মুসলিম ৩৪/৫, হাঃ ৫২১] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৫. [আবদুল্লাহ] ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, খায়বারের যুদ্ধের সময় আমরা ক্ষুধায় কষ্ট ভোগ করছিলাম। খায়বার বিজয়ের দিন আমরা পালিত গাধার দিকে এগিয়ে গেলাম এবং তা যব্হ করলাম। যখন তা হাঁড়িতে ফুটছিল তখন রাসূলূল্লাহ্ [সাঃআঃ]-এর ঘোষণা দানকারী ঘোষণা দিলঃ তোমরা হাঁড়িগুলো উপুড় করে ফেল। গাধার গোশত হইতে তোমরা কিছুই খাবে না। আবদুল্লাহ [ইবনি আবু আওফা] [রাদি.] বলেন, আমরা বললাম, আল্লাহর রসূল [সাঃআঃ] এ কারণে নিষেধ করিয়াছেন, যেহেতু তা হইতে খুমুস বের করা হয়নি। [রাবী বলেন] আর অন্যরা বলিলেন, বরং তিনি এটাকে অবশ্যই হারাম করিয়াছেন।
[বোখারী পর্ব ৫৭ অধ্যায় ২০ হাদীস নং ৩১৫৫; মুসলিম ৩৪/৫ হাঃ ১৯৩৭] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৬. আবদুল্লাহ ইবনি আবু আওফা [রাদি.] হইতে বর্ণিতঃ
[খাইবার যুদ্ধে] তাঁরা নাবী [সাঃআঃ]-এর সঙ্গে ছিলেন। তাঁরা গাধার গোশত পেলেন। তাঁরা তা রান্না করিলেন। এমন সময়ে নাবী [সাঃআঃ]-এর ঘোষণাকারী ঘোষণা করিলেন, পাতিলগুলো উল্টে ফেল।
[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২২১-৪২২২; মুসলিম ৩৪/৫, হাঃ ১৯৩৮] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৭, ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি জানি না, গৃহপালিত গাধাগুলো মানুষের মালপত্র বহন করে, কাজেই তা গোশত খেলে মানুষের বোঝা বহনকারী পশু নিঃশেষ হয়ে যাবে, এজন্য রাসূলুল্লাহ [সাঃআঃ] তা খেতে নিষেধ করেছিলেন, না-খাইবারের দিনে এর গোশত স্থায়ীভাবে হারাম ঘোষণা দিয়েছেন।
[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩৯ হাদীস নং ৪২২৭; মুসলিম ৩৪/৫, হাঃ ১৯৩৯] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১২৬৮. সালামাহ ইবনিল আকওয়া [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] খায়বার যুদ্ধে আগুন প্রজ্জ্বলিত দেখে জিজ্ঞেস করিলেন, এ আগুন কেন জ্বালানো হচ্ছে? সাহাবীগণ বলিলেন, গৃহপালিত গাধার গোশত রান্না করার জন্য। তিনি [সাঃআঃ] বলিলেন, পাত্রটি ভেঙ্গে দাও এবং গোশত ফেলে দাও। তাঁরা বলিলেন, আমরা গোশত ফেলে দিয়ে পাত্রটা ধুয়ে নিব কি? তিনি বলিলেন, ধুয়ে নাও।
[বোখারী পর্ব ৪৯ অধ্যায় ৩২ হাদীস নং ২৪৭৭; মুসলিম ৩৪/৫, হাঃ ১৮০২] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস