খেয়ে তৃপ্ত হতে না পারলে কি করতে হবে
৭৪৩. ওয়াহশী ইবনে হারব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! আমরা আহার করি থাকি অথচ তৃপ্ত হই না। (এর প্রতিকার কী)। তিনি বলেনঃ সম্ভবত তোমরা পৃথক ভাবে খেয়ে থাক? তাঁরা বলেনঃ হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা একত্রে তোমাদের খানা খাও। আর আল্লাহর নাম নিয়ে খাও। তোমাদের খাদ্যে বরকত হবে। (আবু দাঊদ)