খাবার গ্রহণকারীর সামনে থেকে খাওয়া এবং যে খাওয়ার আদব জনে না তাকে আদব শিক্ষাদানের বর্ণনা

নিজের সামনে থেকে খাওয়া ও অন্যকে খাওয়ার আদব শেখানো

৭৪০. উমার ইবনে আবু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর তত্ত্বাবধানাধীন বালক ছিলাম। খাওয়ার সময় আমার হাত খাবার পাত্রের চতুর্দিকে বিচরণ করতো। রাসূলুল্লাহ (সা) আমাকে বলেনঃ বেটা! আল্লাহর নাম লও (বিসমিল্লাহ পড়), ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। (বুখারী, মুসলিম)


৭৪১. সালামা ইবনুল আকওয়া (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট বাম হাতে খানা খায়। তিনি বলেনঃ ডান হাতে খাও। সে বলল, আমি অপারগ। রাসূলুল্লাহ (সা) বলেনঃ তুমি যেন আর নাই পার। অহংকার ছাড়া আর কিছুই তাকে (ডান হাতে খেতে) বাধা দেয়নি। সে আর কখনো মুখ অবধি তার হাত তুলতে পারেনি।  (বুখারী)


 

Was this article helpful?

Related Articles