খাবার খাওয়ার ক্ষেত্রে নীচের সুন্নাহগুলো অনুসরণ করুনঃ
১। তাসিময়াহ বলাঃ
২। ডান হাতে খাওয়া।
৩। নিজের সামনের দিক থেকে খাওয়া। উপরোক্ত তিনটি সুনড়বাহ একই হাদীসে এসেছেঃ
‘হে যুবক, আল্লাহর নাম লও, তোমার ডান (হাতে) খাও এবং খাও যা তোমার সামনের অংশ তা থেকে।’১৬৯
৪। যদি কোন খাবার পড়ে যায়, তাহলে তা উঠিয়ে নিয়ে তা পরিষ্কার করে খাওয়া।১৭০
৫। তিন আঙ্গুলে খাওয়া।
নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সাধারনত তিন আঙ্গুলে খেতেন। এটাই ছিল তাঁর (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাবার পন্থা এবং এটিই উত্তম, যদি না একান্তাই অন্যভাবে প্রয়োজন পড়ে।১৭১
৬। খাবার সময় বসার পদ্ধতিঃ
* পায়ের সম্মুখভাগ এবং নলার উপর হাটুগেড়ে বসা। অথবা,
* ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা।
এটিই অগ্রাধিকার যোগ্য যা ইবনে হাজার ফাতহুল বারীতে উল্লেখ করেছেন।
খাবার পর নীচের সুনড়বাহগুলো অনুসরণ করাঃ
১। পাত্র এবং আঙ্গুল চেটে খাওয়া।১৭২
২। আল্লাহর প্রশংসা করাঃ
নবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেনঃ
অর্থঃ ‘সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পানাহার করালেন এবং উহার সামর্থ্য প্রদান করলেন, যাতে ছিল না আমার পক্ষ থেকে উপায়-উদ্যেগ, ছিল না কোন শক্তি সামর্থ্য।’
এই দো‘আ পাঠের উপকারিত হচ্ছেঃ তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে।১৭৩
১৬৯ মুসলিম হা/২০১২। ১৭০ মুসলিম হা/২০৩৪। ১৭১ মুসিলম হা/২০৩২। ১৭২ মুসলিম হা/২০৩৩। ১৭৩ আত তিরমিজি হা/৩৪৫৮, ইবনে মাজাহ হা/৩২৮৫।