খাবারে ভাগ-বন্টন সংক্রান্ত বর্ণনা

খানায় অধিক সংখ্যক হাতের সমাবেশ হওয়া তথা সবাই মিলে খাওয়ার মহাত্ম

৭৫৫. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ দু’জনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। (বুখারী, মুসলিম)


৭৫৬. জাবের (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ একজনের খাবার দু’জনের জন্য যথেষ্ট, দু’জনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles