১৩২১. আবু মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আবু শুআইব নামক এক আনসারী এসে তার কসাই গোলামকে বলিলেন, পাঁচ জনের উপযোগী খাবার তৈরী কর। আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-সহ পাঁচজনকে দাওয়াত করিতে যাই। তাহাঁর চেহারায় আমি ক্ষুধার চিহ্ন দেখিতে পেয়েছি। তারপর সে লোক এসে দাওয়াত দিলেন। তাহাদের সঙ্গে আরেকজন অতিরিক্ত এলেন। নাবী [সাঃআঃ] বলিলেন, এ আমাদের সঙ্গে এসেছে, তুমি ইচ্ছে করলে একে অনুমতি দিতে পার আর তুমি যদি চাও সে ফিরে যাক, তবে সে ফিরে যাবে। সাহাবী বলিলেন, না, বরং আমি তাকে অনুমতি দিলাম।
[বোখারী পর্ব ৩৪ অধ্যায় ২১ হাদীস নং ২০৮১; মুসলিম ৩৬/১৯, হাঃ ২০৩৬]