খাদ্য উপস্থিত হলে এবং খাদ্যের প্রতি আগ্রহ থাকলে বা আকর্ষণ অনুভব করলে, তখন খাদ্য না খেয়ে নামায আদায় করা মাকরূহ। অনুরূপভাবে প্রস্রাব-পায়খানার বেগ চেপে রেখে নামায কায়েম করা মাকরূহ

খাদ্য উপস্থিত হলে এবং খাদ্যের প্রতি আগ্রহ থাকলে কিংবা প্রস্রাব-পায়খানার বেগবান হলে তখন নামায পড়া মাকরূহ 

১৭৫৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, “খাদ্য উপস্থিত হলে তখন নামায পড় না। অনুরূপভাবে প্রসাব-পায়খানার বেগ হলে তখনও নামায পড় না।”  ( মুসলিম)


 

Was this article helpful?

Related Articles