খাঁচার বা বেঁধে রাখা পশু তীর বা অন্য কিছু দ্বারা বিদ্ধ করা নিষিদ্ধ।

১২৭৮. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] জীবজন্তুকে বেঁধে তীর নিক্ষেপ করিতে নিষেধ করিয়াছেন।

[বোখারী পর্ব ৭২ অধ্যায় ২৫ হাদীস নং ৫৫১৩; মুসলিম ৩৪/১২, হাঃ ১৯৫৬] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১২৭৯. সাঈদ ইবনি যুবায়র [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ

তিনি বললেনঃ আমি ইবনি উমার[রাদি.]-এর কাছে ছিলাম। এরপর আমরা একদল তরুণ কিংবা তিনি বলেছেন, একদল মানুষের কাছ দিয়ে যাবার সময় দেখলাম, তারা একটি মুরগী বেঁধে তার প্রতি তীর ছুঁড়ছে। তারা যখন ইবনি উমার[রাদি.]-কে দেখিতে পেল, তখন তারা তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইবনি উমার[রাদি.] বললেনঃ এ কাজ কে করেছে? এ কাজ যে করে নাবী [সাঃআঃ] তাহাঁর উপর অভিশাপ দিয়েছেন।

[বোখারী পর্ব ৭২ অধ্যায় ২৫ হাদীস নং ৫৫১৫; মুসলিম ৩৪/১১, হাঃ ১৯৫৮] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles