নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৩৪৩. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আমার নিকট মাদীনাহ্র দুজন ইয়াহূদী বৃদ্ধা মহিলা এলেন। তাঁরা আমাকে বলিলেন যে, ক্ববরবাসীদের তাহাদের ক্ববরে আযাব দেয়া হয়ে থাকে। তখন আমি তাহাদের এ কথা মিথ্যা বলে অভিহিত করলাম। আমার বিবেক তাঁদের কথাটিকে সত্য বলে মানতে চাইল না। তাঁরা দুজন বেরিয়ে গেলেন। আর নাবী [সাঃআঃ] আমার নিকট এলেন। আমি তাঁকে বললামঃ হে আল্লাহ্র রসূল ! আমার নিকট দুজন বৃদ্ধা এসেছিলেন। অতঃপর আমি তাঁকে তাঁদের কথা বর্ণনা করলাম। তখন তিনি বললেনঃ তারা দুজন সত্যই বলেছে। নিশ্চয়ই ক্ববরবাসীদের এমন আযাব দেয়া হয়ে থাকে, যা সকল চতুষ্পদ জীবজন্তু শুনে থাকে। এরপর থেকে আমি তাঁকে সর্বদা প্রত্যেক সলাতে ক্ববরের আযাব থেকে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করিতে দেখেছি।
[বোখারী পর্ব ৮০ : /৩৭ হাঃ ৬৩৬৬, মুসলিম ৫/২৩, হাঃ ৫৮৬] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস