১৪০৪. সাফীয়্যাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
একদা তিনি রামযানের শেষ দশকে মাসজিদে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর খিদমতে উপস্থিত হন। তখন আল্লাহর রসূল [সাঃআঃ] ইতিকাফরত ছিলেন। সাফিয়্যা তাহাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। অতঃপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নাবী [সাঃআঃ] তাঁকে পৌঁছে দেয়ার উদ্দেশে উঠে দাঁড়ালেন। যখন তিনি [উম্মুল মুমিনীন] উম্মু সালামাহ [রাদি.]-এর গৃহ সংলগ্ন মাসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন, তখন দুজন আনসারী সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা উভয়ে আল্লাহর রসূল [সাঃআঃ]-কে সালাম করিলেন। তাঁদের দুজনকে নাবী [সাঃআঃ] বললেনঃ তোমরা দুজন থাম। ইনি তো [আমার স্ত্রী] সফীয়্যাহ বিনতু হুয়ায়্যী। এতে তাঁরা দুজনে সুবহানাল্লাহ হে আল্লাহর রসূল [সাঃআঃ] বলে উঠলেন এবং তাঁরা বিব্রত বোধ করিলেন। নাবী [সাঃআঃ] বললেনঃ শয়তান মানুষের রক্তের শিরায় চলাচল করে। আমি ভয় করলাম যে, সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করিতে পারে।
[বোখারী পর্ব ৩৩ অধ্যায় ৮ হাদীস নং ২০৩৫; মুসলিম ৩৯/৯, হাঃ ২১৭৫]