আল্লাহ তায়ালা বলেছেনঃ
“মুমিনরা পরস্পর ভাই ভাই।” (সূরা হুজুরাতঃ ১০)
তিনি আরো বলেছেনঃ
“যেসব লোক চায় যে, ঈমানদার লোকদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতা বিস্তার লাভ করুক, তাদের জন্যই দুনিয়া ও আখেরাতে কঠিন শান্তি নির্দিষ্ট রয়েছে। আল্লাহ সব কিছু জানেন, তোমরা জান না।” (সূরা নূরঃ ১৯)
১৫৭৭. ওয়াসেলা ইবনে আসকা (রা) বলেনঃ নবী করীম (স) বলেছেনঃ তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হও না। কারণ এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ঐ বিপদে নিমজ্জিত করবেন। (তিরমিযী)
এর আগে ‘দোষ-ত্রুটি তালাম করা’ পরিচ্ছেদে আবূ হুরাইরা (র) থেকে বর্ণিত হাদীস- ‘প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের রক্ত, মান-মর্যাদা ও ধন-সম্পদ হরণ করা হারাম’ এ্ই পরিচ্ছেদের জন্যেও প্রযোজ্য।