কোন মুসলমানকে কষ্ট দেয়া নিষেধ

উৎপীড়ন করা নিষেধ

আল্লাহ তায়ালা বলেনঃ

“যে লোক মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা অতি বড় একটা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়া।” (সূরা আহযাবঃ ৫৮)

 

১৫৬৬. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, সেই প্রকৃত মুসলমান হচ্ছে যার জিহ্বা ও হাতের অনিষ্টতা হতে অন্য মুসলান নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করেছে। বুখারী ও মুসলিম)


১৫৬৭. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যে ব্যক্তি দোযখ হতে মুক্তি এবং বেহেশতে গমন করতে চায় সে যেন আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং মানুষের সাথে এমন ব্যবহার করে, যা সে অন্যের কাছে আশা করে। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles