কোন মানুষের এ কথা বলা মাকরূহ- আমার আত্মা বিনষ্ট হয়ে গেছে।

১৪৫২. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে যে, আমার আত্মা খবীস হয়ে গেছে। তবে এ কথা বলিতে পারে যে, আমার আত্মা কলুষিত হয়ে গেছে।

বোখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৭৯; মুসলিম ৪০/৪০, হাঃ ২২৫০, সৌজন্যমূলক কথা -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৪৫৩. সাহল [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেছেনঃ সাবধান! তোমাদের কেউ যেন এ কথা না বলে, আমার আত্মা খবীস হয়ে গেছে। বরং সে বলবেঃ আমার আত্মা কলুষিত হয়েছে।

বোখারী পর্ব ৭৮ অধ্যায় ১০০ হাদীস নং ৬১৮০; মুসলিম ৪০/৪, হাঃ ২২৫১, সৌজন্যমূলক কথা -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles