কোন জন্তু এমনকি পিঁপড়া এবং অনুরূপ কোন জন্তুকেও আগুন দিয়ে শাস্তি দেয়া নাজায়েয

কোন প্রাণী এমনকি পিঁপড়া এবং অনুরূপ কোন প্রাণীকেও আগুন দিয়ে শাস্তি দেয়া নিষেধ

১৬১০ হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) আমাদেরকে কোন এক সৈন্যবাহিনীর সাথে প্রেরণের সময় কুরাইশদের দুই ব্যক্তির নাম উচ্চারণ করে বললেন, তোমরা যদি অমুক ব্যক্তিকে পাও তবে অগ্নিতে পুড়িয়ে মারবে। এরপর আমরা রওনা করতে উদ্যত হলাম তখন বললেন, আমি তোমাদেরকে হুকুম করেছিলাম যে অমুক অমুক ব্যক্তিকে পুড়িয়ে মারার আদেশ করেছিলাম। কিন্তু আগুন দ্বারা আল্লাহ ব্যতীত আর কেউ শাস্তি দিতে পারে না। তাই এই দু’জনকে পেলে (পুড়িয়ে না মেরে) হত্যা করবে। (বুখারী)


১৬১১ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন এক ভ্রমণে আমরা রাসূলুল্লাহ (স) -এর সাথে ছিলাম। তিনি এক সময় প্রকৃতির ডাকে কোথাও গিয়েছিলেন। এ সময় আমরা দু’টি বাচ্চাসহ লাল বর্ণের একটি ছোট পাখি দেখতে পেলাম। আমরা বাচ্চা দু’টিকে ধরে আনলাম। মা পাখিটা এসে পেট মাটির সাথে লাগিয়ে পাখা দু’টি বিছিয়ে দিল। এমন সময় নবী করীম (স) এসে পড়লেন। তিনি বললেন, কে বাচ্চা ধরে এনে একে আতংকগ্রস্ত করেছে? বাচ্চা দু’টিকে রেখে এস। এরপর তিনি একটি পিঁপড়ার বাসা দেখতে পেলেন, যা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, কে এসব পুড়িয়ে ফেলেছে? আমরা বললাম, এ কাজ আমরা করেছি। নবী করীম (স) বললেন, আগুনের প্রভু ব্যতীত অন্য কারো জন্যে আগুন দিয়ে শাস্তি দেয়া সাজে না। (আবু দাউদ)


 

Was this article helpful?

Related Articles