কোন ওযর ছাড়া আযানের পর ফরয নামায কায়েম না করে মসজিদ হতে বেরিয়ে যাওয়া মাকরূহ

বিনা ওযর ছাড়া আযানের পর ফরয নামায কায়েম না করে মসজিদ হতে বেরিয়ে যাওয়া মাকরূহ

১৭৮৭. হযরত আবুম শা’শা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা আবু হুরাইরা (রা) -এর সাথে মসজিদে বসেছিলাম। ইতোমধ্যে মুয়াযিন আযান দিলে এক ব্যক্তি মসজিদ হতে চলে যেতে লাগল। হযরত আবু হুরাইরা (রা) তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। অবশেষে ব্যক্তিটি মসজিদে হতে বের হয়ে গেলে আবু হুরাইরা (রা) বলেন, এ ব্যক্তি আবুল কাসেম (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) -এর অবাধ্যতা করল। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles