কেউ কোন হারাম কাজ করে বসলে কি বলবে ও কি করবে

কেউ কোন নিষিদ্ধ কাজ করে ফেললে তখন কি বলবে ও কি করবে। 

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনরূপ প্ররোচনা অনুভব কর তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর। তিনি সর্বাধিক শ্রবণকারী ও সর্বাধিক জ্ঞাত।” (সূরা হামীম সাজদাহঃ ৩৬)

(সূরা আ’রাফঃ ২০১)

(সূরা আলে ইমরানঃ ১৩৫, ১৩৬)

তিনি আরো বলেছেনঃ

“হে ঈমানদারেরা! তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা কর, নিশ্চয় তোমরা কল্যাণ লাভ করবে। (সূরা নূরঃ ৩১)

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

 

১৮০৭. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (স) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কসম করে বলল, ‘লাত’ ও ‘ওযযার’ শপথ, সে যেন বলে, “লা-ইলাহ ইল্লাল্লাহু অর্থাৎ, আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই বলতে হবে।  আর যে ব্যক্তি নিজের সাথীকে বলল, এস জুয়া খেলি; সে যেন জুয়া না খেলে তার বদলে কিছু সদকা করে দেয়। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles