কুরআনকে প্রতি মাসে একবার শেষ করা

আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রতি মাসে কুরআন পড়ে শেষ করবে। [আবু দাউদ হা/১৩৮৯]

প্রতি মাসে কুরআনকে শেষ করার একটি সহজ উপায় হচ্ছে প্রতি ফরয সলাতের ১০ মিনিট পূর্বে মসজিদে যাওয়া। এই সময়ে ২ পাতা বা ৪ পৃষ্ঠা পড়ে শেষ করা সম্ভব। সুতরাং পুরোদিনে ১০ পাতা বা একপাড়া সমাপ্ত হয়ে যাবে। এভাবে সহজেই আপনি পুরো মাসে কুরআনকে শেষ করতে পারেন।

Was this article helpful?

Related Articles