৪৭১. আবদুল্লাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] فَهَلْ مِنْ مُدَّكِرٍ পড়তেন।
[বোখারী পর্ব ৬৫ : /৫৪ হাঃ ৪৮৭০, মুসলিম ৬/৫০ হাঃ ৮২৩] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৪৭২. ইব্রাহীম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আবদুল্লাহ্ ইবনি মাসউদ [রাদি.]-এর কতিপয় সাথী আবু দ্দারদা [রাদি.]-এর কাছে আগমন করিলেন। তিনিও তাহাদেরকে তালাশ করে পেয়ে গেলেন। তিনি তাহাদেরকে জিজ্ঞেস করিলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ্ ইবনি মাসউদ [রাদি.]-এর কিরাআত অনুযায়ী কে কুরআন পাঠ করিতে পারে। আলক্বামাহ [রহ] বলিলেন, আমরা সকলেই। তিনি পুনরায় জিজ্ঞেস কররেন, তোমাদের মধ্যে সবচাইতে ভাল হাফিয কে? সকলেই আলকামার প্রতি ইঙ্গিত করলে তিনি তাকে জিজ্ঞেস করিলেন, আপনি আবদুল্লাহ্ ইবনি মাসউদকে == কীভাবে পড়তে শুনেছেন? আলকামাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলিলেন, আমি তাকে == [ব্যতীত] পড়তে শুনিয়াছি। এ কথা শুনে আবুদ্দারদা [রাদি.] বলিলেন, তোমরা সাক্ষী থাক, আমিও নাবী [সাঃআঃ]-কে এভাবেই পড়তে শুনিয়াছি। অথচ এসব [সিরিয়াবাসী] লোকেরা চাচ্ছে, আমি যেন আয়াতটি {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى} পড়ি। আল্লাহ্র কসম! আমি তাহাদের কথা মানবো না।
[বোখারী পর্ব ৬৫ : ৯২ হাঃ ৪৯৪৪, মুসলিম ৬/৫০ হাঃ ৮২৪] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস