১৮৪২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেছেনঃ ক্বিয়ামাত কায়িম হইবে না, যতক্ষণ এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় না বলবে হায়! যদি আমি তার স্থলে হতাম।
[বোখারী পর্ব ৯২ অধ্যায় ২২ হাদীস নং ৭১১৫; মুসলিম ১৫৭ ,এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৩. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেছেন, হাবাশার অধিবাসী পায়ের সরু নলা বিশিষ্ট লোকেরা কাবাগৃহ ধ্বংস করিবে।
[বোখারী পর্ব ২৫ অধ্যায় ৪৭ হাদীস নং ১৫৯১; মুসলিম ৫২/১৮, হাঃ ২৯০৯] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৪. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেন, কিয়ামত সংঘটিত হইবে না যে পর্যন্ত কাহ্তান গোত্র হইতে এমন এক ব্যক্তির আগমন না হইবে যে মানুষ জাতিকে তার লাঠির সাহায্যে পরিচালিত করিবে।
[বোখারী পর্ব ৬১ অধ্যায় ৭ হাদীস নং ৩৫১৭; মুসলিম ২৯১০, এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৫. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হইবে না, যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করিবে, যাদের জুতা হইবে পশমের। আর ততদিন কিয়ামত সংঘটিত হইবে না,যতদিন না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করিবে, মুখমণ্ডল পেটানো চামড়ার ঢালের মত।
[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৯৬ হাদীস নং ২৯২৯; মুসলিম ৫২/১৮ হাঃ ২৯১২] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৬. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, কুরাইশ গোত্রের এ লোকগুলি [যুবকগণ] মানুষের ধ্বংস ডেকে আনবে। সহাবাগণ বলিলেন, তখন আমাদেরকে আপনি কী করিতে বলেন? তিনি বলিলেন, মানুষেরা যদি এদের সংসর্গ ত্যাগ করত তবে ভালই হত।
[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৫ হাদীস নং ৩৬০৪; মুসলিম, এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৭. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, কিসরা ধ্বংস হইবে, অতঃপর আর কিসরা হইবে না। আর কায়সার অবশ্যই ধ্বংস হইবে, অতঃপর আর কায়সার হইবে না এবং এটা নিশ্চিত যে, তাহাদের ধনভাণ্ডার আল্লাহ্র পথে বণ্টিত হইবে।
[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৭ হাদীস নং ৩০২৭; মুসলিম ৫২/১৮ হাঃ ২৯১৮] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৮. জাবির ইবনি সামূরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ্ @ বলেছেন, যখন কিসরা ধ্বংস হয়ে যাবে অতঃপর আর কোন কিসরা হইবে না। আর যখন কায়সার ধ্বংস হয়ে যাবে, তারপরে আর কোন কায়সার হইবে না। যাঁর হাতে আমার প্রাণ তাহাঁর কসম, অবশ্যই উভয় সাম্রাজ্যের ধনভাণ্ডার আল্লাহ্র পথে ব্যয়িত হইবে।
[বোখারী পর্ব ৫৭ অধ্যায় ৮ হাদীস নং ৩১২১; মুসলিম ৫২/১৮ হাঃ ২৯১৯] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৪৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি, ইয়াহূদীরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হইবে। তখন জয়লাভ করিবে তোমরাই। স্বয়ং পাথরই বলবে, হে মুসলিম, এই ত ইয়াহূদী; আমার পিছনে, একে হত্যা কর।
[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৫ হাদীস নং ৩৫৯৩; মুসলিম. এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৮৫০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ.
নাবী [সাঃআঃ] বলেন, কিয়ামত কায়িম হইবে না যে পর্যন্ত প্রায় ত্রিশজন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হইবে। এরা সবাই নিজেকে আল্লাহ্র রসূল বলে দাবী করিবে।
[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৫ হাদীস নং ৩৬০৯; মুসলিম। এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস