কারো স্ত্রীর দুধপান তার সন্তানাদির সঙ্গে বিবাহ নিষিদ্ধ করে।

৯১৭. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর, আবুল কুআয়স এর ভাই আফ্‌লাহ আমার কাছে প্রবেশ করার অনুমতি চায়। আমি বললাম, এ ব্যাপারে যতক্ষণ রাসূলুল্লাহ্ [সাঃআঃ] অনুমতি না দিবেন, ততক্ষণ আমি অনুমতি দিতে পারি না। কেননা তার ভাই আবু কুআয়স তো নিজে আমাকে দুধ পান করাননি। কিন্তু আবুল কুআয়সের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] আমাদের কাছে আসলেন। আমি তাঁকে বললাম, হে আল্লাহ্‌র রসূল ! আবুল কুআয়সের ভাই আফরাহ্ আমার সাথে দেখা করার অনুমতি চাইছিল। আমি এ বলে অস্বীকার করেছি যে, যতক্ষণ আপনি এ ব্যাপারে অনুমতি না দেবেন, ততক্ষণ আমি অনুমতি দেব না। রাসূলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন, তোমার চাচাকে [তোমার সাথে দেখা করার] অনুমতি দিতে কিসে বাধা দিয়েছে? আমি বললাম, সে ব্যক্তি তো আমাকে দুধ পান করাননি; কিন্তু আবুল কুআয়াসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছে। এরপর তিনি {রসূল [সাঃআঃ]} বলিলেন, তোমার হাত ধূলি ধূসরিত হোক, তাকে অনুমতি দাও, কেননা, সে তোমার চাচা। উরওয়া বলেন, এ কারণে আয়েশা [রাদি.] বলিতেন, বংশের দিক দিয়ে যা হারাম মনে কর, দুধ পানের কারণেও তা হারাম জান

[বোখারী পর্ব ৬৫ : /৩৩, হাঃ ৪৭৯৬; মুসলিম ১৭/২, হাঃ ১৪৪৫]।


৯১৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আফলাহ্ [রাদি.] আমার সাক্ষাতের অনুমতি চাইলেন। আমি অনুমতি না দেয়ায় তিনি বলিলেন, আমি তোমার চাচা, অথচ তুমি আমার সঙ্গে পর্দা করছ? আমি বললাম, তা কিভাবে? তিনি বলিলেন, আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাইয়ের মিলনজাত দুধ তোমাকে পান করিয়েছে। আয়েশা [রাদি.] বলেন, এ সম্পর্কে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]-কে আমি জিজ্ঞেস করলে তিনি বলিলেন, আফলাহ্ [রাদি.] ঠিক কথাই বলেছে। তাকে অনুমতি দাও

[বোখারী পর্ব ৫২ ঃ /৭, হাঃ ২৬৪৪; মুসলিম ১৭/২, হাঃ ১৪৪৫]

Was this article helpful?

Related Articles