১৮৩১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, [পরবর্তী যামানায়] একদল সৈন্য কাবা [ধ্বংসের উদ্দেশে] অভিযান চালাবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাহাদের আগের পিছের সকলকে জমিনে ধ্বসিয়ে দেয়া হইবে। আয়েশা [রাদি.] বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! তাহাদের অগ্রবাহিনী ও পশ্চাৎবাহিনী সকলকে কিভাবে ধ্বসিয়ে দেয়া হইবে, অথচ সে সেনাবাহিনীতে তাহাদের বাজারের [পণ্য-সামগ্রী বহনকারী] লোকও থাকিবে এবং এমন লোকও থাকিবে যারা তাহাদের দলভুক্ত নয়, তিনি বলিলেন, তাহাদের আগের পিছের সকলকে ধ্বসিয়ে দেয়া হইবে। তারপরে [কিয়ামতের দিবসে] তাহাদের নিজেদের নিয়্যাত অনুযায়ী উত্থিত করা হইবে।
[বোখারী পর্ব ৩৪ অধ্যায় ৪৯ হাদীস নং ২১১৮; মুসলিম ৫২/২, হাঃ ২৮৮৩] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস