১৩৫. উসমান ইবনি আফ্ফান [রাদি.] হইতে বর্ণিতঃ
উসমান ইবনি আফ্ফান [রাদি.]-এর উযুর পানি আনালেন। অতঃপর তিনি সে পাত্র হইতে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুলেন। অতঃপর তাহাঁর ডান হাত পানিতে ঢুকালেন। অতঃপর কুলি করিলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তাহাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, অতঃপর মাথা মাসেহ করিলেন। অতঃপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেনঃ আমি নাবী [সাঃআঃ] কে আমার এ উযূর ন্যায় উযূ করিতে দেখেছি এবং আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দুরাকআত সলাত আদায় করিবে এবং তার মধ্যে অন্য কোন চিন্তা মনে আনবে না, আল্লাহ্ তাআলা তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবেন
। [বোখারী পর্ব ৪ : /২৪ হাঃ ১৬৪, মুসলিম ২/৩ হাঃ ২২৬] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস